শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে সমুন্নত রেখে বাঙালির ইতিহাসকে সুসংহত করতে হবে।
ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে। শ্রেণিতে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি, জীবনের শ্রেষ্ঠ হবার মহৎ লক্ষ্যে এগিয়ে যেতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিবিড় সম্পর্ক ও যথাযথ তদারকির মাধ্যমে একজন শিক্ষার্থী তার ইপ্সিত লক্ষ্যে উপনীত হতে পারে। ২৫ ডিসেম্বর চান্দগাঁও মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ কথা বলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুমন দত্তের সভাপতিত্বে তূর্ণা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আবদুল আলীম, অধ্যক্ষ চুমকি চৌধুরী, কলামিস্ট ও রাজনীতিবিদ আব্দুর রহিম, শিক্ষক মোক্তার আহমেদ, সাংবাদিক মো. ইয়াকুব, শিক্ষানুরাগী মোহাম্মদ মিয়া চৌধুরী, প্রতিষ্ঠানের উপদেষ্টা নুরুল আলম চৌধুরী, ডা. রূপম রুদ্র, নুরুল আমিন মুন্না। এ সময় উপস্থিত ছিলেন ডা. সাগর কান্তি দে, শিক্ষক মাহমুদুল হাসান, পান্না চৌধুরী, বীণা মোহন্ত, পূর্ণিমা দাস, জান্নাতুল ফেরদৌস, লিমা আক্তার, মুন্নি আক্তার ও তাহনিকা আক্তার।
প্রধান বক্তার বক্তব্যে প্রফেসর আবদুল আলীম বলেন, ছাত্র-ছাত্রীদের মানবিক মূল্যবোধসম্পন্ন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য স্থির না করে, মহৎ জীবন গঠনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। মহৎপ্রাণ ব্যক্তি হতে হলে মহান ব্যক্তিদের জীবনী পাঠ করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তে জ্ঞান অর্জনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য ছাত্র-ছাত্রীদেরকে উপযুক্ত শিখন-শিক্ষণ ও প্রশিক্ষণের গুরুত্ব অপরিহার্য। প্রতিনিয়ত সুন্দর স্বপ্নের মাধ্যমেই জীবনে সফলতার মুকুট অর্জন করা সম্ভব। অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রখ্যাত ম্যাজিশিয়ান ফয়সাল ম্যাজিক প্রদর্শন করেন। বিজ্ঞপ্তি
মহানগর