সুপ্রভাত ডেস্ক :
উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশিসহ ওই ট্রাকে মোট ২১১ জন ছিলেন।
স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলের গ্রিস সীমান্তের কাছ থেকে ওই ২১১ জনকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, সোমবার রাতে সীমান্তে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা টহল দেওয়ার সময় একটি ট্রাকে গাদাগাদি অবস্থায় থাকা ২১১ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে কমপক্ষে ৬৩ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী রয়েছে। ১৪৪ বাংলাদেশি ছাড়াও ট্রাকটিতে ৬৭ পাকিস্তানি ছিল।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিরা অবৈধভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিল। তাদের আটক দেখিয়ে একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৩ জুন উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাকের ভেতর থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয় বলে জানায় দেশটি।