ঈদে আসছে তানহা-তন্ময়ের ‘পানওলি’

 

সুপ্রভাত ডেস্ক :

সম্প্রতি রাজধানীর ৩০০ ফিটের হোয়াইট হাউসে চিত্রায়ণ হয়েছে মিউজিক ভিডিও ‘পানওলি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও মুন। এতে প্রথমবার জুটি বেঁধে মডেল হয়েছেন চিত্রনায়িকা তানহা মৌমাছি ও তন্ময় সাবি। কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন। মিউজিক ভিডিও পরিচালনা করেন মাঈনুল হাসান খোকন। আসছে ঈদুল আজহায় মিউজিক ভিডিওটি সংগীতার ব্যানারে অবমুক্ত হবে।

এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘প্রথমবার খোকন ভাইয়ের পরিচালনায় কাজ করলাম। গানের কথাগুলো চমৎকার। আমার বিশ্বাস দর্শক মিউজিক ভিডিওটি পছন্দ করবেন। করোনার এ সময়টা বাসায় কাটিয়েছি, এখন শুটিং করতে পেরে ভালো লাগছে। শুটিং ইউনিটের সবাই অনেক সচেতন ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করেছি।’

তন্ময় বলেন, ‘প্রথমবার চিত্রনায়িকা তানহার সঙ্গে কাজ করলাম। পর্দায় দর্শক আমাদের চমৎকার রসায়ন দেখতে পাবেন। আমাদের নতুন মিউজিক ভিডিওটি দর্শক পছন্দ করবেন।’

তানহা মৌমাছি পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরই মধ্যে তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা মুক্তি পেয়েছে। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে।

খবর : এনটিভিবিডি’র।