সামাজিক সংগঠন ইয়ুথ ওয়েলফেলার মিশনের বার্ষিক সাধারণ সভা, নবীন বরণ ও মিলনমেলা গতকাল শুক্রবার সকাল ১০ টায় নগরীর স্টেশন রোডস্থ হোটেল এলিনার হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএসবি ফুডস এর ব্যবস্থাপনা পরিচালক শিল্পতি অজিত কুমার দাশ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা।
কার্যকরী কমিটির সভাপতি ডা. সানি দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাক অনুপম দাশ ও সেশন স্পিকার অধ্যাপক সুজন বিশ্বাসের পরিচালনায় অনষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওম প্রকাশ ধর, অধ্যাপিকা সুর্বণা বিশ্বাস, রুপেশ দাশ, রুবেল সাহা, অমিত ধর, শ্যামদাস ধর, সাংবাদিক নিপুল কুমার দে, রুমন ভট্টাচার্য, প্রীতম শীল, রাজীব চৌধুরী মিল্টন, সজীব নন্দী, অঞ্জন শিকদার, ডা. অপূর্ব ধর, ডা. জিকু চৌধুরী, কার্তিক বসু, লিটন চন্দ্র নাথ, মানস রায় পুরোহিত, জয়রাম দে, আবির আচার্য্য, মাধব চক্রবর্তী, তুষার মজুমদার, মৃণাল মজুমদার, প্রবীর বিশ্বাস বাপ্পা, বিশ্বজিৎ নাথ, অমিত পাল, শাশ্বত গুহ, অভিক চক্রবর্তী, অনিক রায়, তমাল দাশ, ইমন শর্মা, অনিক মজুমদার, সঞ্জয় সরকার, সৌরভ ধর, সাগর চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ মানুষ মানুষের জন্য। মানবতাই বড় ধর্ম। আর্ত মানবতার কল্যাণে কাজ করছে ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ। শুরু থেকে সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনের সদস্যরা। ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন মানবিক প্রকল্প হাতে নিয়েছি। যা সত্যি প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনটির মানবিক উদ্যোগ ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
মহানগর