শুষ্ক মৌসুমে বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হরহামেশাই। তাই শুষ্ক মৌসুমের প্রাক্কালেই ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) আয়োজন করা হয় আগুন নেভানো ও উদ্ধার প্রশিক্ষণের। ‘আগুনের আদ্যোপান্ত’ শিরোনামে ১২ অক্টোবর বিকেল ৪টায় ক্যাম্পাস প্রাঙ্গণে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে আগুনের ধরন, কারণ, অগ্নি-নির্বাপক সরঞ্জামের ধরন, অগ্নি-নির্বাপণ কৌশল, সচেতনতা ও সতর্কতা, অগ্নিকা- সংক্রান্ত প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা, অগ্নিকা- পরবর্তী উদ্ধার কার্যক্রম, অগ্নি ব্যবস্থাপনা, এবং দুর্যোগ ও দুর্ঘটনা পরবর্তী প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক কৌশল সম্বলিত মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।
তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে আগুন নির্বাপন ব্যবস্থা বর্তমানে অনেক উন্নত। প্রশিক্ষণ পরিচালনা করেন বায়েজিদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. কবির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, সহযোগী ডিন যথাক্রমে স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের প্রফেসর ড. রকিবুল কবির, স্কুল অব লিবারেল আর্টসের শহিদুল ইসলাম চৌধুরী, প্রক্টর মো. আসাদুজ্জামানসহ সকল ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি