সুপ্রভাত ডেস্ক :
বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘রাজা-রাজকন্যা’। ইমন চৌধুরীর সুর ও সংগীতায়োজনে যাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। কথা লিখেছেন জনি হক। ১১ জুলাই ইমনের নিকেতনের স্টুডিওতে গানটির ধারণ কাজ সম্পন্ন হয়েছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘শেষ খেলা’ নাটকে থাকছে গানটি।
কনা বলেন, ‘গানটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। গানের কথাগুলো অসাধারণ। রেকর্ডিংয়ের পর গীতিকারকে ফোন দিয়ে প্রশংসা করেছি। ইমন চৌধুরীর কথা আর কী বলবো, খুব মিষ্টি একটা সুর সৃষ্টি করেছেন তিনি। আমাকে গানটি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ ভাইকে ধন্যবাদ।’
সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর কথায়, ‘গানের কথা খুব সুন্দর। কনা আপুর কণ্ঠ অসাধারণ লাগছে। তিনি খুব পছন্দ করেছেন গানটি। পরিচালক রাজ ও আমার গ্রামের বাড়ি একই জায়গায় (নরসিংদী) হলেও তার পরিচালিত নাটকে এটাই আমার প্রথম কাজ। শ্রোতাদের ভালো লাগলে আমরা খুশি হবো।’
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের অনুভূতি, ‘নাটকে এমন একটি গান প্রয়োজন ছিল। গানের কথা, সুর-সংগীত ও কণ্ঠ সবকিছু আমার মনের মতো হয়েছে। সব বাবা ও মেয়েরা এই গানের সঙ্গে একাত্ম হবেন বলে আশা করছি।’
গীতিকার জনি হকের মন্তব্য, ‘পরিচালক রাজ আমাকে গল্পটি বলার পরপরই গানের প্রথম দুই লাইন আমার ভাবনায় চলে আসে- ‘তুমি এই হৃদয়ের কাবা, তুমি পৃথিবী জানো বাবা’। ইমন চৌধুরী ও কনা দুজনেই গানটির কথার প্রশংসা করেছেন। শ্রোতাদের ভালো লাগলেই সফল হবে কাজটা।’
উল্লেখ্য, ‘শেষ খেলা’ নাটকে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সাফা কবির। এছাড়া আছেন তৌসিফ মাহবুব। আসছে ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। এর একঘণ্টা পর থেকে ইউটিউবে উপভোগ করা যাবে সিনেমাওয়ালা চ্যানেলে।