‘মহামারীর সাধারণ ছুটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা প্রশংসার দাবিদার। জাতির জনকের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে, তার সবচেয়ে বড় সুফল পেয়েছে বাংলাদেশের শিক্ষাখাত। মহামারীকালীন সাধারণ ছুটিতে অনলাইন ক্লাসের সর্বোচ্চ ব্যবহারই এর প্রমাণ।’ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এসব কথা বলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ক্যাম্পাসে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধান বক্তা ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে ইউজিসি। নতুন বিভাগ অনুমোদনের ক্ষেত্রে মানসম্মত বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দেয়া হলে সারাদেশে শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে। এক্ষেত্রে নীতিমালা গ্রহণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মান অনুসারে শ্রেণীবিভক্ত করা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। তিনি আরো বলেন, অনলাইন ক্লাসের চর্চা ধরে রাখতে হবে। এছাড়া এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম ও সিনিয়র সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ইডিইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. নাজিম উদ্দিন ও সহকারী অধ্যাপক ড. মাহমুদুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. রকিবুল কবির প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর