ইউক্রেন সেনা বাহিনীকে সরকার উৎখাতের ডাক প্রেসিডেন্ট পুতিনের

সুপ্রভাত ডেস্ক »

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সামরিক বাহিনীকে তাদের নিজস্ব সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের সেনা বাহিনী কিয়েভের কাছে কিয়েভ হস্তোমেল বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা দাবি করছে ইউ্ক্রেন বিশেষ বাহিনীর ২০০ সৈন্য নিহত হয়েছে এবং রাশিয়ার পক্ষে কেউ হতাহত হয়নি। বিবিসি এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

ইউক্রেন সামরিক যান কিয়েভে চারপাশ থেকে ঢোকা রুশ সৈন্যদের প্রতিহত করতে শহরে ঢুকেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে স্বেচ্ছাসেবী যোদ্ধাদের ১৮ হাজার বন্দুক দেয়া হয়েছে এবং মলোটোভ ককটেল বোমা বানানোর পদ্ধতি তাদের দেয়া হয়েছে।

যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর মন্ত্রী ব্রিটিশ সাংসদদের বলেছেন হামলা শুরুর পর থেকে সাড়ে চারশ রুশ সৈন্য, এবং ৫৭ জন বেসামরিক নাগরিক সহ ১৯৪ জন ইউক্রেনীয় নিহত হয়েছে

ইউক্রেন বলছে আক্রমণ শুরুর পর থেকে এক হাজারের বেশি রাশিয়ান নিহত হয়েছে – এ তথ্যের সত্যতাও নিরেপক্ষভাবে যাচাই করা যায়নি

ক্রেমলিন বলছে রাশিয়া বেলারুসের রাজধানী মিনস্কে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে রাজি আছে

এই আলোচনার মূল ফোকাস হবে ইউক্রেনকে একটা “নিরপেক্ষ অবস্থান” ঘোষণা করতে হবে এবং ইউক্রেনের “বেসামরিকীকরণ”কে এর অন্তর্ভুক্ত করতে হবে, তবে ইউক্রেন এই শর্তে আলোচনায় বসতে রাজি কিনা তা জানা যায়নি

পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়ান এয়ারলাইন্সের বিমান তাদের আকাশ ব্যবহার করতে পারবে না

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে তাদের আনুমানিক হিসাব অনুযায়ী এক লাখ মানুষ ইতোমধ্যেই ইউক্রেনে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। এবং যুদ্ধ বাড়লে তারা আশংকা করছে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হবে।

সূত্র : বিবিসি বাংলা