কোভিড-১৯ মহামারির সময় ইংরেজি মাধ্যম স্কুলগুলোর উচ্চহারের টিউশন ফি কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। শনিবার প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন আয়োজনের মধ্যদিয়ে এ দাবি জানায় অভিভাবকরা। সংবাদ সম্মেলনে এ ক্যাটাগরির স্কুলগুলোতে ৬০ শতাংশ, বি ক্যাটাগরির স্কুলগুলোতে ৪০ শতাংশ এবং সি ক্যাটাগরির স্কুলগুলোতে ৩০ শতাংশ টিউশন ফি কমানোর দাবি জানানো হয়।
ফোরামের নির্বাহী সদস্য মো. ইয়াকুবের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী পরিচালনা করেন অভিভাবককের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক, সাধারণ সম্পাদক এ জেড এম সালাহউদ্দিন।
সম্মেলনে নগরীর বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীর অভিভাবক ছাড়াও অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মনজুর সাকলায়েন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফেরদৌস আজম খান, মিনহাজ আহমেদ শাফিল, যুগ্ম সা.সম্পাদক আবু ফয়সল, কোষাধক্ষ মো. তোহা, উজ্জ্বল ডাকুয়া, অর্গানাইজিং সেক্রেটারি ব্যারিস্টার আফরোজা আক্তার, নির্বাহী সদস্য শাহদাত মাসুদ, এটি এম আলতাফ হোসেইন লোটাস, আনোয়ারা জুই. মো. মিনহাজ, ওয়ালিউল আবেদিন শাকিল, শাহাদাত উল্লাহ এফসিএ, আসলাম উল ইসলাম, শহিদ, ডা. সারোয়ার আলম প্রমুখ। অভিভাবকগণ তাদের যৌক্তিক দাবি নিরসনে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি
মহানগর