নিজস্ব প্রতিবেদক :
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুর কারণে স্থগিত হচ্ছে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল পদের নির্বাচন।
গতকাল সোমবার দুপুর ২টায় ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক সোলেমান সেলিম মারা যাওয়ায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন স্থগিত হওয়া প্রসঙ্গে চসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল আলম সুপ্রভাতকে বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের আগে বৈধভাবে মনোনীত কোন প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট পদের নির্বাচন স্থগিত থাকবে। সে হিসেবে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুর কারণে ওই ওয়ার্ডে শুধুমাত্র সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত থাকবে। তাছাড়া ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদ ছাড়া মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে তারেক সোলেমান সেলিমসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করা পর্যন্ত কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত থাকবে।
এ মুহূর্তের সংবাদ