চকবাজার থানাধীন পশ্চিম বাকলিয়ার আরামবাগে মাদকের আখড়াগুলো গুঁড়িয়ে দেয়ার দাবি জানিয়েছেন রোহিত যুব উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ১০ টায় বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। সংঘের সভাপতি ইয়াকুব হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বলা হয়, চকবাজারের পশ্চিম বাকলিয়ার আরামবাগ খাল পাড় সবুর কলোনী ও আশপাশে মাদক সম্রাজ্ঞী মমতাজ বেগমের তত্বাবধানে গড়ে উঠা মাদকের আখড়াগুলোতে যুবকরা মাদকসেবনসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। মাদকসেবীদের উৎপাত বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
বক্তারা বলেন, এখানে সরকারি ল্যাব উচ্চ বিদ্যালয় ও বকিলিয়া উচ্চ বিদ্যালয় থাকলেও ওই নারীর তত্বাবধানে এলাকায় মাদকের ব্যবসা চলতে থাকায় যুব সমাজ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে ওই প্রতিবাদকারীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে ওই নারী। বক্তারা অবিলম্বে মাদক ব্যবসা ও অসামাজিক কাজ বন্ধে অভিযুক্ত নারীকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এক কিলোমিটারব্যাপী মানববন্ধনে এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন হাজী লিয়াকত হোসেন, মো. জসিম উদ্দিন, নুরন্নবী রাসেল, মো. আবদুল্লাহ, বাদশা সওদাগর, মো. লোকমান প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর