সুপ্রভাত ডেস্ক »
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪–২৫ করবর্ষে কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জারি করা এক আদেশে বলা হয়েছে, এ বাড়তি সময়ের মধ্যে অনলাইন ই-রিটার্ন বা কাগজে জমা দেওয়া রিটার্ন — যেকোনো পদ্ধতিতে রিটার্ন দাখিল করলে করদাতাদের কোনো জরিমানা দিতে হবে না।
এদিকে আরেকটি আদেশে কোম্পানিগুলোর জন্য কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে রাজস্ব বোর্ড।
এর আগে এনবিআর কর রিটার্ন দাখিলের সময়সীমা যথাক্রমে ৩১ ডিসেম্বর এবং ১৫ জানুয়ারি নির্ধারণ করেছিল।
এ বছর এনবিআর একটি বিশেষ নির্দেশনা জারি করে জানিয়েছে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ, এবং গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনস্থ সকল সরকারি কর্মচারীকে তাদের কর রিটার্ন অনলাইনে জমা দিতে হবে।
এ আদেশ ইউনিলিভার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) এবং নেসলে বাংলাদেশের মতো বড় কোম্পানির জন্যও প্রযোজ্য।
এছাড়া এ নির্দেশনা সারাদেশের তফসিলি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী এবং মোবাইল টেলিকম পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও আদেশে উল্লেখিত বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্যও প্রযোজ্য হবে।
করদাতাদের অনুরোধের প্রেক্ষিতে এনবিআর গত মাসে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এনবিআর আশা করছে, এ বছর কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া করদাতাদের জন্য আরও সহজ এবং ঝামেলামুক্ত হবে।