সুপ্রভাত ডেস্ক :
অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুতে বলিউডের নেপোটিজমকে দায়ী করছেন অনেকে। অভিনেতা প্রকাশ রাজও মনে করছেন ঘটনার পিছনে অবশ্যই বলিউডের নেপোটিজম এর ভূমিকা রয়েছে। প্রকাশ রাজ সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে একসময় সুশান্ত নিজেও নেপোটিজম নিয়ে কথা বলেছিলেন। ভিডিওতে সুশান্তকে জিজ্ঞাসা করা হয় নেপোটিজম কিভাবে বলিউডের উপর প্রভাব ফেলেছে। তিনি বলেছিলেন, গুণী ও দক্ষ অভিনেতাদের উৎসাহিত না করলে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে। প্রকাশ রাজ সেই ভিডিওটি শেয়ার করে টুইট করেছেন।
তিনি বলছেন, ‘আমিও নেপোটিজম এর শিকার হয়েছিলাম। কিন্তু আমি সার্ভাইভ করে গিয়েছি। মনের অনেক গভীরে গিয়ে আঘাত করেছিল। কিন্তু সুশান্তের মতন অল্প বয়সী তরুণ সেটা পারেনি। আমরা শিখব। আমাদের শিখতে হবে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় এবং স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয়।’
প্রকাশের শেয়ার করা সুশান্তের সেই ভিডিওতে অভিনেতা বলছেন, ‘নেপোটিজম রয়েছে। সব জায়গায় রয়েছে। আমার এই নিয়ে শক্তি কিছু করার নেই। নেপোটিজম চলবে এবং হয়তো কিছুই হবে না। কিন্তু একই সময়ে যদি সুদক্ষ ও গুণী অভিনেতাদের সুযোগ না দেওয়া হয় তাহলে সমস্যা রয়েছে। গোটা ইন্ডাস্ট্রি তাহলে কিন্তু ভেঙে পড়তে পারে।’
অভিনেতা মনোজ বাজপেয়ী ও বলিউডে এই পক্ষপাতিত্বের নিন্দা করেছেন। এই প্রসঙ্গে মনোজ বলছেন, ‘সমসাময়িক অন্য অনেকের থেকেই বেশি প্রতিভা ছিল সুশান্তের। রুপ আগুনে কোনোটাতেই কম ছিলেন না তিনি। কিন্তু নিজেকে শেষ করলেন। হঠাৎ চলে গেলেন। বিষয়টি নিয়ে ভাবা উচিত এবার।
অন্যের ব্যর্থতা নিয়ে মাতামাতি না করে তার সাফল্যকে উদযাপন করা উচিত আমাদের। কেউ মনের মতন না হলেই তার সমালোচনা করতে হবে এই আচরণ আমাদের বদলানো উচিত। সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ করা খুব দরকার।’
খবর : কলকাতাটোয়েন্টিফোর’র।
বিনোদন