নিজস্ব প্রতিবেদক »
অনলাইনে ক্লাস করে তিন বিষয়ে সশরীরে পরীক্ষা দিয়েছে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর নগরের স্কুল আঙ্গিনা শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। নগরের বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় এমন চিত্র।
ডা. খাস্তগীর স্কুলে নীল-সবুজ ইউনিফর্মে সজ্জিত শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে উঠে। ঢাক-ঢোল বাজিয়ে সহপাঠীর সাথে আনন্দ ভাগাভগি করেছে তারা। তাদের এ আনন্দমেলায় যোগ দিয়েছেন শিক্ষকেরাও।
এসময় এক শিক্ষার্থী নাফিজা বলেন, ‘তিন বছর সময় পেলেও মানসিক চাপ অনেক বেশি ছিল। এমন একটি ভাল ফলাফল করে অত্যান্ত আনন্দিত। একই সাথে আমাদের স্কুল ফলাফলের দিক থেকে প্রথম স্থান পাওয়ায় আমাদের আনন্দ আরো দ্বিগুণ বেড়ে গেছে।’
স্বরস্তিকা বড়–য়া বলেন, ‘সুশৃঙ্খল পরীক্ষা হয়েছে। গোল্ডেন জিপিএ-৫ পেয়ে খুবই খুশি ও আনন্দিত। আমার এ রেজাল্ট পিতা-মাতা এবং শিক্ষকদের উৎসর্গ করছি।’
কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদেরও ছিল বাঁধভাঙ্গা আনন্দ। কলেজিয়েট কলেজিয়েট স্লোগানে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ মুখরিত করে রাখে। তবে এবার দ্বিতীয় স্থানে রয়েছে এ স্কুল।
রেলওয়ে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ বলেন, ‘যদিও করোনা ভাইরাস সংক্রমণ পরবর্তী সময়ে স্কুলে আশা হয়নি। আজ সহপাঠীদের কাছে পেয়ে খুবই আনন্দিত। বিশেষ করে এমন একটি দিনে তাদের কাছে পেয়ে সকল অপূর্ণতা পূর্ণতায় রূপ নিয়েছে। তাছাড়া জিপিএ-৫ পাওয়ার আনন্দ আরো বেড়ে গেছে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা।’
এ মুহূর্তের সংবাদ