আনন্দবাজার থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর আনন্দবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর তাকে ফেলে দেওয়া হয়েছে। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’