সুপ্রভাত ডেস্ক »
“বন্ধুত্বে হাসি, ব্যাংকের বাইরে নতুন ঐকতান – Bonding beyond Banking” স্লোগানকে সামনে রেখে ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের আয়োজনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্যামিলি গেট-টুগেদার ২০২৫।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বন্দরনগরীর দি কিং অব চিটাগং-এ ব্যাংকারদের মিলনমেলা আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহী, কর্মকর্তা ও তাঁদের পরিবারবর্গ।
বিকেল ৫টা ৩০ মিনিটে ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত, প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া, জাতীয় সংগীত পরিবেশনা এবং অতিথি অভ্যর্থনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন। তিনি ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের সদস্যদের নিরলস পরিশ্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ফ্যামিলি গেট-টুগেদারের আহ্বায়ক ও ব্যাংকার্স ক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার কায়েস চৌধুরী স্বাগত বক্তব্যে ক্লাবের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি অনুষ্ঠান সফল করতে সহযোগিতা প্রদানকারী স্পনসর প্রতিষ্ঠান, মিডিয়া এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন এবং সাউথ-ইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আমীন। তাঁরা ব্যাংকার্স ক্লাবের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী, ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম. শাহনেওয়াজ, ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন আহমেদ, এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড. এম. বাবর খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাব্বির আহমেদসহ অনেকে। গুণী ব্যাংকারদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদেরকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় ইন-হাউস শিল্পীদের গান ও পাহাড়ি নৃত্য পরিবেশনা। অংশগ্রহণ করেন মেহের নিগার খান, ওয়াহিদ সাদেক পারভেজ, তৌফিকুল ইসলাম বাবু, ইকবাল হায়দার ও জাহেদ হোসন। মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী শাওন গানওয়ালা ও তাসনিম আনিকা, যাঁদের গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানের সমাপনীতে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র ও নৈশ ভোজ। শেষে ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ও ব্যাংক এশিয়ার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রোশাঙ্গীর ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং ব্যাংকারদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, পরিবারগুলোর মধ্যে সম্প্রীতি জোরদার এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিবাচক অনুপ্রেরণা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।