সুপ্রভাত ডেস্ক »
আগামী বছরের দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই তালিকা প্রকাশের পর আবারো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে কমিশন।
নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইসির এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
নির্বাচন কমিশনার মি. সানাউল্লাহ বলেন, “আমাদের পরিসংখ্যান বলছে দেশের ৪৫ লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। কিন্তু ২০২৪ সালের নিবন্ধনে মাত্র ১৭ লাখ নাগরিকের তথ্য সংগ্রহে রয়েছে।”
“সে হিসেবে প্রায় ২৭ থেকে ২৮ লাখ নাগরিক নিবন্ধিত হননি, কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব ভোটারকে তালিকায় যুক্ত করতে আগামী বছরের দোসরা মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে চাই,” বলেন তিনি।
মি. সানাউল্লাহ জানান, শুধু নতুন ভোটারদের যুক্ত করা নয়, যে সব ভোটাররা এরই মধ্যে মারা গেছে তাদেরকে তালিকা থেকে বাদ দেয়া হবে। এছাড়াও ভোটার তালিকায় কোনো অসঙ্গতি বা দ্বৈত ভোটার থাকলে তাদেরকে তালিকা থেকে বাদ দেয়া হবে হালনাগাদ ভোটার তালিকায়।
নতুন কমিশনের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে আগামীতে যে কোনো নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকায় হালনাগাদ করেই নির্বাচনের আয়োজন করা হবে।