নিজস্ব প্রতিবেদক »
নগরীর আকবরশাহ এলাকায় একটি বাস কাউন্টার থেকে দেড়শ ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ট্রাভেল ব্যাগ ভর্তি ফেন্সিডিলসহ তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার রামু থানাধীন বাংলাবাজার এলাকার রায়হানের স্ত্রী জাহেদা বেগম (২০), অন্যজন একই জেলার টেকনাফ থানাধীন লেদা পূর্ব পাড়া এলাকার আবুল কাশেমের মেয়ে রুমি আক্তার (১৯)।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা গেছে নগরীর আকবরশাহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস কাউন্টারে দুইজন নারী মাদককারবারি মাদক দ্রব্য পাচারের জন্য গাড়ির অপেক্ষায় রয়েছে। অভিযানকালে দুই নারীর হাতে থাকা ২টি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে বিদেশি চালানের মতো করে টেপ মোড়ানো ৬টি বান্ডেলে মোট ১৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ফেন্সিডিল সংগ্রহ করে নগরীসহ বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী দামে মাদককারবারি ও সেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধার এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দেড়লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘আটক নারীসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’