নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »
কক্সবাজার শহরের হলিডে মোড়স্থ একটি আবাসিক হোটেল থেকে সাইফুদ্দিন (৩০) নামে এক পৌর আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর হাত-পা বাঁধা ছিল।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হলিডে মোড়ের সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই বদিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে সোমবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোববার রাতে এক আওয়ামী লীগ নেতা হোটেলের কক্ষ ভাড়া নেন। পরে তার কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ঐ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা আপাতত বলা যাচ্ছে না।
নিহত যুবক কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।




















































