শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নওফেল
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি মাসে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, প্রাথমিক বিদ্যালয়ের মায়েদের হাতে টাকা তুলে দিচ্ছেন। তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে রাত-দিন কাজ করছেন। কিন্তু বিএনপির ঠিক উল্টো নীতিতে চলে। তাদের নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমান গরিবের টাকা মেরে খেয়েছিল।
গতকাল শনিবার ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড ও ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণের তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যেকোন কোন দুর্যোগে যেনো আমরা সবার আগে মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তার সেই নির্দেশনা মেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।
তিনি বলেন, কয়দিন আগে আমরা দেখতে পেলাম বিএনপি চট্টগ্রামে তাদের দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চাইলো। পুলিশ তাদের অনুমতিও দিল কিন্তু এর পরেও বিনা উস্কানিতে নিরস্ত্র ট্রাফিক পুলিশের ওপরে তারা হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করল। বিএনপি সুযোগ পেলেই তাদের পুরানো রূপে ফিরে যায়। তারা এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় যেতে চায়। তাই তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
চকবাজার কাউন্সিলর কার্যালয়ে কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম, কাউন্সিলর আব্দুর ছালাম মাসুম, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিরুল হক রঞ্জু, অ্যাডভোকেট নোমান চৌধুরী ও রফিকুল ইসলাম।
পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক কাউন্সিলর শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের মো. মুসা, মোজাফফর আহমদ, যুবলীগ মাঈনুল কামাল, সমর দাশ, হাকিম, সরোওয়ার্দী, রাহুল, সনেট প্রমুখ।
পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আতুরের দোকান এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আকবর আলী আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মো. মুছা, জসিম উদ্দিন সাহেদুল ইসলাম সাহেদ, নাজিম উদ্দীন, রাশেদ সরওয়ার, মো. আলী, আমিরুল কাদের চৌধুরী সজিব, নাসরীন সুলতানা মুন্নী, মিজানুর রহমান মিজান, শহিদুল ইসলাম ও সুহৃদ বড়ুয়া শুভ। বিজ্ঞপ্তি