সুপ্রভাত ডেস্ক »
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আর কোনও সুযোগ দেয়া হবে না। ফ্যাসিবাদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই প্রশ্নে কোনও আপস হবে না।
শনিবার (১০ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আন্দোলন আরও জোড়ালো হবে। ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকেও এতোদিন কেন আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নিল না? এ সময় স্বারকলিপি দিতে দলের ৫ সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবে বলেও জানান তিনি।
দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই সরকারের ৯ মাস অতিবাহিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। সরকার একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আবার বিচারের নামে তামাশা করছে। আমরা গণহত্যার বিচার চাই। আওয়ামী লীগ কোনও নির্বাচনে অংশ নিতে পারবে না।