হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
এরই ধারাবাহিকতায় আইআইইউসির “বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ইসলাম এন্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগ” এর উদ্যোগে আইআইইউসিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে “মানুষের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর স্বপ্ন ও সংগ্রাম” শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।
রচনার শব্দসীমা সর্বনিম্ন ১৫০০ এবং সর্বোচ্চ ২০০০। পিডিএফ ফরম্যাটেফরৎবপঃড়ৎনৎপররফ@ররঁপ.ধপ.নফ ঠিকানায় ৩১ আগস্টের মধ্যে পাঠানোর আহ্বান জানানো হয়।
ফলাফল ঘোষণা করা হবে ১০ সেপ্টেম্বর। উল্লেখ্য, ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য পঁয়তাল্লিশ হাজার এবং বিশেষ পুরস্কার পাঁচ হাজার টাকা। বিজ্ঞপ্তি
আইআইইউসি’র রচনা প্রতিযোগিতা
জাতীয় শোক দিবস