নিজস্ব প্রতিবেদক :
অস্বাস্থ্য পরিবেশ খাদ্য সামগ্রী উৎপাদন ও নির্ধারিত মূল্যের অধিক দামে মসলা বিক্রির দায়ে পৃথক অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
শনিবার (৪ জুলাই) নগরীর কাজীর দেউড়ির কাঁচাবাজার ও পাহাড়তলী এলাকার দুটি কারখানায় অভিযানে চলে।
সকাল ১০ টায় চলা কাজীর দেউড়ির কাঁচাবাজারে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে এবং সাঁটানো মূল্যের চেয়ে অধিক মূল্যে আদা, রসুন বিক্রির প্রমাণ পান। এরপর মেসার্স রুবেল স্টোর ও মেসার্স ইলিয়াস স্টোর নামে দুটি দোকানকে ১০হাজার টাকা অর্থদণ্ড দেন।
অপরদিকে দুপুর ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাহাড়তলী এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। অভিযানে বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্য পরিবেশে মিষ্টি ও বেকারি পণ্য তৈরী করা হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আম্মান ও ইলিয়াস বেকারি নামে দুটি কারখানাকে যথাক্রমে ৫হাজার ও তিন হাজার টাকা জরিমানা করেন।
একইসাথে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিক্রেতা ও কর্মীদের বিএসটিআই এর অনুমোদন নিয়ে খাদ্য উৎপাদনের জন্য নির্দেশ দেন।