সুপ্রভাত ডেস্ক :
জনপ্রিয় পপ ব্যান্ড ‘মাইলস’ এর শাফিন আহমেদ এবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। কিশোর থ্রিলার গল্পে নির্মিতব্য ‘রহস্য ঘেরা শহর’ নামের সিনেমায় দেখা মিলবে তার। ছবিটি নির্মাণ করছেন তারেক মুহাম্মদ খান। ছবিতে অভিনয়ের জন্য রবিবার চুক্তিবদ্ধ হয়েছেন এই গায়ক। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য এ সিনেমার শুটিং শুরু হবে আগামী ১১ মার্চ থেকে।
শাফিন আহমেদ বলেন, কাজটি নিয়ে অনেকদিন ধরে পরিচালকের সঙ্গে আলোচনা চলছিলো। অবশেষে রাজি হলাম। এতে আমাকে একজন রহস্যমানব হিসেবে দেখতে পাবেন দর্শক।
তারিক মুহাম্মদ হাসান বলেন, কিশোর থ্রিলার গল্পের সিনেমা এটি। শাফিন ভাইকে ধন্যবাদ তিনি আমার ওপর আস্থা রেখে অভিনয়ে করছেন এতে। মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ তরুণ প্রজন্মের কাছে একটি স্বপ্নের নাম। মাইলসের গান শুনে শুনেই তরুণরা ব্যান্ডের গানের প্রতি আগ্রহি হয়। এই মাইলস ব্যান্ডের শাফিন ভাই আমার ছবিতে অভিনয় করছেন এটা আমার বেশ আনন্দের।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ ও সুমন পাটোয়ারি। আরো আছেন সামিন, মানিক ও সপ্তর্শীসহ অনেকেই। খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিনোদন


















































