অপেক্ষার প্রহর শেষ, দেশে পৌঁছালেন হামজা চৌধুরী

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে দেশে ফিরেছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার জন্য আজ (সোমবার) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে এসে পৌঁছেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

হামজার আগমন উপলক্ষে বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর আগে, হামজা বাংলাদেশে বেশ কয়েকবার এসেছেন, তবে এবার তার আগমন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি এবার বাংলাদেশ দলের জার্সিতে মাঠে নামবেন।

হামজা তার মা, স্ত্রী, দুই ভাই ও সন্তানদের সঙ্গে দেশে এসেছেন। তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও তার সাথে রয়েছেন। হামজা দুইদিন হবিগঞ্জে তার পৈত্রিক বাড়িতে কাটিয়ে ১৯ মার্চ দুপুরে ঢাকায় টিম হোটেলে যোগ দেবেন। ওই দিন দুপুরে এক অফিশিয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি। তার আগে সকালে দলের ফটোসেশন অনুষ্ঠিত হবে। হামজা ২৫ মার্চ ভারতের বিরুদ্ধে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলবেন।