চসিক পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চট্টগ্রাম নগরীতে নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটি আদর্শিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশনের অধিগ্রহণকৃত কলেজে রূপান্তরিত হবার পর নারী শিক্ষা প্রসারে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। প্রাচীনতম এই প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে একটি বহুতল কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ শীঘ্রই বাস্তবায়নের পথে। এ কাজটি সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের সক্ষমতা বাড়বে এবং পাঠদান ও গ্রহণের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। মঙ্গলবার সকালে টাইগারপাস চসিক মেয়র দপ্তরে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভায় মেয়র এসব কথা বলেন। এসময় চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জারেকা বেগম, অভিভাবক প্রতিনিধি এস এম সাইফুদ্দিন, ওমর আলী ফয়সাল, শিক্ষক প্রতিনিধি কাউসার আকতার চৌধুরী, দীপন কান্তি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে গতকাল অনুষ্ঠিত হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সভায় চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ও সদস্য সচিব আলম হোসেন, শিক্ষক প্রতিনিধি শিরীন সুলতানা, অভিভাবক তনিধি রাজ নারায়ণ পাল ও জাহেদা খাতুন উপসি’ত ছিলেন। বিজ্ঞপ্তি