সংবাদদাতা, আনোয়ারা »
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, অনরা ডরাইল্লা ন, আনোয়ারা কর্ণফুলীর মানুষত্তন ডর নাই, ন ড রাইবেন। আঁই এর আগে দশ বছর এমপি আছিলাম, আঁরেও বউত ডর দেহাইয়ি, আই কি ডরে আনোয়ারা আইয়ন বন্ধ গরি দিনা! আঁই রাস্তা গইল্লি ভাঙ্গিদিতু, নেইমপ্লেট ফেলাইদিতু, তারা নিজেরা উন্নয়ন নগত্তু আঁই গইল্লে ভাঙ্গিদিতু।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভদ্রতা মানে দুর্বলতা না, নিজেকে দুর্বল ভাববেন না। অনেক মানুষের রক্ত, পরিশ্রম, দোয়ার বিনিময়ে আজকের এই জনপদ। তাই ধৈর্য ভালো, কিন্তু অন্যায় সহ্য করা ভালো নয়। বাংলাদেশের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমাদেরও এতে শামিল হতে হবে। জনপ্রতিনিধি এবং কর্তৃপক্ষ থেকে প্রতিটি কাজের হিসেব নিতে হবে। কারণ তা সরকারের অর্থ, আপনাদের অর্থ।
শনিবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় বঙ্গবন্ধু টানেল সংযুক্ত সড়কের মোড়ে আনোয়ারা তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে তৃণমূলেরকর্মীদের মূল্য বেশি কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন না তখন তৃণমূলের কর্মীরায় আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন। তৃণমূল কর্মীদের জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই আমিও আমার শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আপনাদের সেবা করে যাবো।
এর আগে ঐক্যের ডাক দিয়ে অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী সহ-সভাপতি শাহাজাদ মহিউদ্দিন বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আনোয়ারা-কর্ণফুলীর মতো বৈরী জায়গাকে আওয়ামী লীগের অনুকূলে এনেছেন আনোয়ারা-কর্ণফুলীর তৃণমূল কর্মীরা। তাই পরিকল্পিতভাবে আনোয়ারা-কর্ণফুলীর উন্নয়ন করতে হবে। ঐক্যই পারে আনোয়ারাকে উন্নয়নের জোয়ারে পৌঁছে দিতে, অনৈক্য কখনো সুফল বয়ে আনেনা।
অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে, অহিদুল হক, জিয়াউদ্দিন, আজিজুর রহমানের যৌথ সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাসির উদ্দীন মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মুজাম্মেল হক উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চরলক্ষার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন খান পিন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেহেনা ফেরদৌস, নাজিম উদ্দীন সুজন, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বশর চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মনসুর মাঈনুদ্দিন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, দক্ষিণ জেলা তাতি লীগের সহ- সভাপতি আজিজুল হক আজিজ, দক্ষিণ জেলা তাঁতি লীগের সভাপতি দিদারুল আলম দিদার, দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম টিপু, আওয়ামী লীগ নেতা আহকাম ইবনে জামিল মিশন, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মেসবাহ উদ্দিন সোহেল প্রমুখ।