আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল ও লায়ন্স ক্লাব চিটাগং বাকলিয়ার যৌথ উদ্যোগে মঙ্গলবার পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ে রাইট অ্যাকশন অফ ডিসাব্যালিটি ( র্যাড) সেবা সংগঠনের ৪০০ প্রতিবন্ধী ও ১০০ শ্রমজীবী মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এছাড়া স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ, ১৫০ মানুষের ডায়াবেটিস টেস্ট ও তিন প্রতিবন্ধী মানুষকে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গর্ভনর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ , রিজিয়ন চেয়ারপারসন লায়ন মির্জা আকবর আলী চৌধুরী, লায়ন এস এম আব্দুল আজীজ, লায়ন কোহিনূর কামাল, লায়ন হুমায়ুন কবির,পলাশ ধর,জিএসটি লায়ন মো. শওকত আলী চৌধুরী, জোন চেয়ারপারসন লায়ন আক্তার হোসাইন, লায়ন্স ক্লাব অগ্রণীর প্রেসিডেন্ট লায়ন নেসার আহমদ, সেন্ট্রাল লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর