নিজস্ব প্রতিবেদক :
চীনা কোচ থেকে ইন্দোনেশিয়ান কোচে স্থানান্তর হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। এর ফলে বিগত ১৪ বছর ধরে সাদা কোচে চলা ট্রেনটি তার রূপ পরিবর্তন করছে। ২০০৬ সালে ঢাকা-চট্টগ্রাম রুটে বিরতিহীনভাবে চলাচলকারী প্রথম এই ট্রেনটি এখন থেকে চলবে লাল সবুজ কোচে।
ইন্দোনেশিয়ান নতুন কোচ দিয়ে ৩ নভেম্বর থেকে চলাচল করবে উল্লেখ করে পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের রেক (কোচ) পরিবর্তন করছি। এর ফলে ২৪ অক্টোবর থেকে লাল সবুজ রেকের টিকেট বিক্রি হবে এবং এই রেক দিয়ে ট্রেনটি ৩ নভেম্বর থেকে চলাচল করবে।’
জানা গেছে, নতুন এই কোচে ৮৯০টি আসন থাকবে। এর আগের কোচে ৮৯৯টি আসন ছিল।
উল্লেখ্য, বর্তমানে সোনারবাংলা, গোধুলী, তুর্ণা, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাল সবুজ কোচে চলাচল করছে। এখন এর সাথে যুক্ত হলো সুবর্ণ এক্সপ্রেস।


















































