প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ছোবহানিয়া আলিয়া কামিলা মাদ্রাসায় সুফি মিজান ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ভবনটির নামকরণ করা হয়েছে কুতুবে আজম গাউসে মোকাররম হজরত শাহসুফি মুফতি ছৈয়দ আব্দুস সালাম ইছাপুরীর (র.) নামে।
মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন।
তিনি বলেন, আপনারা আমাদের বাবা সুফি মিজানুর রহমান ও পিএইচপি ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও বেশি দীন ও সমাজের অসহায় মানুষের বেশি সেবা করতে পারি।
অধ্যক্ষ মুফতি মোহাম্মদ হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ জুলফিকার আলী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান ও শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, মুহাদ্দিস আনোয়ার হোসেন, ড. মোহাম্মদ মতিউল ইসলাম, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ জাহেদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি