সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
লা লিগায় রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে নেমে একটি গোল করেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। ফ্রি কিক থেকে করা দুর্দান্ত গোলটি তার ক্যারিয়ারের ৬৫০তম গোল। ম্যাচের ২০তম মিনিটে গোল করে অনন্য এই মাইলফলক স্পর্শ করেন মেসি। ফ্রি কিকে বিলবাওয়ের রক্ষণপ্রাচীরের ঠিক ওপর দিয়ে বাঁক খাইয়ে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান সময়ের সেরা এই ফুটবলার। লা লিগার চলতি মৌসুমে এটি মেসির দ্বাদশ গোল।
এটি ছিল মেসির ক্যারিয়ারের ৫৫তম ফ্রি কিক গোল। যা বার্সার হয়ে ৪৯তম। এই নিয়ে সর্বশেষ ৪ ফ্রি কিকের দুটিকেই গোলে পরিণত করলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এ ফুটবলার। এর আগের ৬২ ফ্রি কিকের মধ্যে মাত্র একটিকে গোলে পরিণত করতে পেরেছিলেন তিনি।
ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়ালকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে দলটি। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এখনো ১০ পয়েন্টে পিছিয়ে আছে কাতালানরা। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা



















































