বীর মুক্তিযোদ্ধাদের করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন
করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম জেলা-মহানগরের বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের মাঝে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, মহানগরের ডেপুটি কমান্ডার মো শহীদুল হক চৌধুরী ছৈয়দ, জেলার ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মো. জাহেদ, ফেরদৌস হাফিজ খান রুমু, আবুল কাশেম চিশতি, আশরাফুল আলম, আনিছ কাদেরী, অরুণ দাস সাথী, নূর মোহাম্মদ চৌধুরী, সৌরিন্দ্রনাথ সেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু, সদস্য ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সৈয়দ মইনুল আলম সৌরভ প্রমূখ।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে বীর মুক্তিযোদ্ধারাসহ সারাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে টিকা গ্রহণ করেছেন। এই টিকার মাধ্যমে দেশ শিগ্গিরই করোনা মহামারি থেকে মুক্তি পাবে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস হাসপাতালে (বিআটিআইডি) নিয়ে যাওয়া হয়। সেখানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদকে টিকা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় সহযোগিতা করেন বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী, বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুনুর রশীদ, সহকারী পরিচালক ডা. বখতিয়ার আলম, ডা. রোমানা রশিদ, ডা. লুবানা হোসেন, ডা. মাঈনুদ্দিন মাহমুদ, রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবক খোরশেদ আলম সুমন, মাহবুবুল আলম, রাহাত ইমাম প্রমুখ। বিজ্ঞপ্তি