চট্টগ্রাম সমিতি ওমান’র সভাপতিসহ ৪ জন এবার প্রবাসী বা এনআরবি সিআইপি (কমার্শিয়াল ইম্পটেন্ট পার্সন) মর্যাদা অর্জন করেছেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার এবার ২০১৮ সালের জন্য সারাবিশ্বের ৩৮ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি নির্বাচিত করেছে। এর মধ্যে ওমানপ্রবাসী ৪ জন সিআইপিই চট্টগ্রাম জেলার সন্তান। আগামী ৬ জানুয়ারি ঢাকায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচিত প্রবাসী সিআইপিদের সনদ প্রদান করা হবে ।
চার সিআইপি হলেন চট্টগ্রাম সমিতি ওমানের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (রাউজান), মোহাম্মদ মোসাদ্দেক চৌধুরী (আনোয়ারা), ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান ( রাউজান), ব্যবসায়ী মো. তৌহিদুল আলম (ফটিকছড়ি)। বিজ্ঞপ্তি
এ মুহূর্তের সংবাদ



















































