চট্টগ্রাম জেলা আইনজীবী ভবনের সামনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মানুষের হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশ বেসিন স্থাপন করা হয় আজ ১২ মে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোকতার হোসেন। আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসা উদ্দিন, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, জেলা ইউনিটের উচ্চমান সহকারী রফিকুল কাদের, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল। বিজ্ঞপ্তি