নিজস্ব প্রতিবেদক :
নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে  জাহিদুল ইসলাম নামে এক যুবককে ১৩০০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার সকালে জিপিও এলাকার  দানু মিয়া স্বর্ণ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া জাহিদুল কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের আবুল হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, জাহিদুল ইসলাম কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় জিপিও’র এলাকায় দানু মিয়া স্বর্ণ মার্কেটের সামনে থেকে এক হাজার ৩শ’ পিস ইয়াবাসহ  আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
         
				 
		






















































