ইসহাক মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আজ ২১ মে দুপুরে আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় কর্মহীন ও অসহায়দের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। তিনশ’ পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করেন ইসকাক মিয়ার সহধর্মিনী মুসলিমা বেগম, স্মৃতি সংসদের উপদেষ্টা মো. রেজওয়ান, মো. জসিম, সভাপতি সাবেক কৃতি ফুটবলার মো. মহসিন, পরিচালক সাফায়েত মারুফ, তাহমিদ মো. সাকিব, সাফায়েত জামিল, তাওহিদ মো. সামির, ফাইরুস তাবাস্সুম, সায়িম সালমান ও সোহান সোয়েব উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মহানগর



















































