৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

# জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম এর উদ্যোগে গতকাল সমিতির ৩ নম্বর মিলনায়তনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এ.এস.এম বদরুল আনোয়ারের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মুরশিদ আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট যথাক্রমে দেলোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, কফিল উদ্দিন চৌধুরী, আবদুস সাত্তার সরোয়ার, রফিক আহমদ, এনামুল হক, সেকান্দর বাদশা, কামরুল ইসলাম সাজ্জাদ, রৌশন আরা বেগম, জহুরুল আলম, এইচ.এস আবুল হাসান, সিরাজুল ইসলাম চৌধুরী,এস এম ফোরকান, আজিজুল হক চৌধুরী, ফৌজুল আমিন চৌধুরী, মুহাম্মদ কবির হোসেন, কাশেম কামাল, দেলোয়ার হোসেন, আবু তাহের, ইফতেখার মহসিন, জালাল উদ্দীন পারভেজ, নজরুল ইসলাম, সারোয়ার হোসেন, ইকবাল হোসেন, জাহেদ বিন রশিদ, সুজাউদ্দিন সুজা, অঞ্জন প্রসাদ, সালাউদ্দিন তুষার, তৌহিদ হোসেন শিকদার, মো. আলী ইয়াছিন, কাজী হাসান, লোকমান শাহ, সৈয়দ আহাম্মদ, অ্যাডভোকেট আবু তাহের প্রমুুখ। বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বি.এন.পি আজ বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল। নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শক্তিকে ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি