৫০ গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন জব্দ সাতকানিয়ায়

নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া :

সাতকানিয়ায় অভিযান চালিয়ে অর্ধ শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে মহাসড়কে চলমান বিভিন্ন যানবাহন ও পরিবহন থেকে এসব হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়।
শব্দ দূষণ প্রতিরোধের অংশ হিসেবে অতি উচ্চ মাত্রার হাইড্রোলিক হর্ন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। সাতকানিয়া উপজেলার কেরানীহাটে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট রবিউল হাসান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় কেরানীহাট এলাকায় দায়িত্বরত সাতকানিয়া থানার পুলিশ কর্মকর্তা ও অন্য ট্রাফিক সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
সার্জেন্ট রবিউল হাসান বলেন, অভিযান চালিয়ে প্রায় ৫০টির বেশি গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে। হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে আগে থেকেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে সরকার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে উচ্চ মাত্রার শব্দ দূষণ রোধে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।