২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪২, শনাক্ত ২৪৮৫

করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হচ্ছে

সুপ্রভাত ডেস্ক :

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৯৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৫ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে।

আজ সোমবার (২৪ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টিতে। আর একই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। এ নিয়ে সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮২ হাজার ৮৭৫।

করোনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস পজিটিভি শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪ শতাংশ। আর সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শথাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া প্রাণ হারানোদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১১ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৮ জনের এবং বাড়িতে মারা গেছেন ৪ জন।