১৫ সেপ্টম্বর পর্যন্ত স্থগিত আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক :

দুবাই, লন্ডন কুয়ালালামপুর ছাড়া আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমান এয়ারলাইনসের ওয়েবসাইটে সংক্রান্ত নোটিশ দিয়েছে বিমান। নোটিশে বলা হয়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কোলকাতা, দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়াও অন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো (দুবাই, লন্ডন কুয়ালালামপুর ছাড়া) ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বর্তমান ফ্লাইট স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩১ আগস্ট  শেষ হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ  বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পরবর্তী সময়ে জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়