১০ সেপ্টেম্বর থেকে পুরোদমে শুরু হচ্ছে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক :

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে আরও ১৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে।  ১০ সেপ্টেম্বর থেকে সারাদেশে পুরোদমে ট্রেন চলাচল  শুরু হচ্ছে। রেলওয়ে পূর্ব অঞ্চল সুত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়,  এখন থেকে ১০ দিন আগে প্রতিটি ট্রেনের অগ্রিম টিকেট অনলাইনে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে করোনার কারণে ট্রেন চলাচল ছয়মাস বন্ধ থাকার পর চালু হলে ৫ দিন আগে থেকে যাত্রীদের অনলাইনে অগ্রিম টিকেট দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। এদিকে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সোনার বাংলা এক্সপ্রেসসহ আরো ৪টি ট্রেন চালু হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।

করোনায় যাত্রীদের স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে রেল কর্তৃপক্ষ প্রতিটি ট্রেনে অর্ধেক টিকিট বিক্রি করছে। কিন্তু যাত্রী না হওয়ায়  কিছুদিন চালিয়ে বন্ধ করে দেয়া হয় সোনার বাংলা এক্সপ্রেস।

বিষয়টি নিশ্চিত করে  চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান,  বৃহস্পতিবার থেকে  সোনার বাংলাসহ ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর, কমিউটার ও লোকালসহ আরও ১৯ জোড়া ট্রেন চলাচল শুরু হবে।