হাসপাতালে নেয়া হতে পারে মাশরাফিকে

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে। সোমবার দুপুরে মাশরাফির পরিবারের ঘনিষ্ট সূত্র আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, আগে থেকেই অ্যাজমার সমস্যা রয়েছে ১৯ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে খেলা এই পেসারের। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না তার পরিবার। তাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হতে পারে তাকে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিসৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ মাশরাফির নিয়মিত খোঁজ নিচ্ছেন।
গেল শনিবার ফেসবুকের মাধ্যমে করোনা পজিটিভ হওয়ার সংবাদটি নিজেই জানান মাশরাফি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি।
করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে টাইগারদের ইতিহাসের সফলতম অধিনায়ককে।
তথ্যসূত্র : আরটিভিঅনলাইন’র।