হাটহাজারীতে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে প্রশাসন

ঝুঁকিপূর্ণবসবাসকারী সরিয়ে নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী :

পাহাড় ধ্সের আশঙ্কা থাকায় হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিমে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস কারীদের সরিয়ে নিচ্ছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে পাহাড়ের পাদদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকার মনাই ত্রিপুরা পাড়ার ৬ পরিবারকে নিরাপদ আশ্রয় হিসেবে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন সুপ্রভাতকে বলেন, ফরহাদাবাদেও পশ্চিমে পাহাড়ি এলাকায় অবসি’ত মনাই ত্রিপুরা পাড়া। মনাই ত্রিপুরা পাড়ায় পাহাড়ের পাদদেশে ৬টি পরিবার ঝুকি নিয়ে বসবাস করছে। পাহাড় ধ্সের ঝুঁকি থেকে রক্ষা করতে নিরাপদ আশ্রয় হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬টি ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।