স্বাস্থ্য অধিদপ্তরের ত্রুটিপূর্ণ কিটে ব্যাহত চবির করোনা পরীক্ষা

চবি সংবাদদাতা :

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কিটগুলো ত্রুটিপূর্ণ হওয়ায় প্রথম দিনেই ব্যাহত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) করোনা ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ত্রুটিবিহীন কিট পাঠানো হলে পুনরায় পরীক্ষা শুরু করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি সুপ্রভাতকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, গত দুইদিনে আমাদের কাছে আসা প্রায় ২০০টি স্যাম্পল পরীক্ষা করি। পরীক্ষার জন্য কিটগুলো মেশিনে দেওয়া হলে সব নমুনার ফলাফলই পজিটিভ আসে। যার ফলে সংশ্নিষ্টদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় এবং পরবর্তীতে  পরীক্ষা নিরীক্ষা করে কিটগুলো ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়।

তিনি আরো বলেন,  “আমরা আপাতত পরীক্ষা বন্ধ রেখেছি এবং কিটগুলো স্বাস্থ্য অধিদপ্তরের নিকট ফেরত পাঠিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পুনরায় ত্রুটিহীন কিট পাঠানো হলে  আমরা আবারও করোনা পরীক্ষা শুরু করব। প্রসঙ্গত, সোমবার (১ জুন) বিকেলে চবি জীব বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই ল্যাব উদ্বোধন করেছিলেন।