‘স্বাস্থ্যসেবা খাতের অবদান অনস্বীকার্য’

চট্টগ্রামের একমাত্র পুরোপুরি ডিজিটাল এবং আধুনিক হাসপাতাল এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নিওনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকালে নগরীর জিইসি মোড়স্থ হাসপাতাল ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতলের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, লায়ন সালাউদ্দীন আলী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাইরেক্টর/শেয়ার হোল্ডার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, আধুনিক সমাজ বিনির্মাণে স্বাস্থ্যসেবা খাতের অবদান অনস্বীকার্য এবং এক্ষেত্রে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টি সেন্টার নগরীর সর্বস্তরের মানুষের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ব্যবস্থাপনা পরিচালক, লায়ন সালাউদ্দীন আলী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে, অভিজ্ঞ চিকিৎসক, নার্স, দ্বারা রোগীদের সর্বোত্তম সেবা প্রদানসহ সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল মেশিনে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা নির্ভূল রিপোর্ট প্রদানের মাধ্যমে শতভাগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা। বিজ্ঞপ্তি