সেবাখাতগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হবে : সুজন

চসিক পুরাতন নগরভবনে গণসাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের ২য় দিন

‘নগরবাসীর দুর্ভোগ লাঘবে প্রতিদিন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনে তার দ্রুত সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবো। দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি নগরবাসীর হৃদয়মনের কাছাকাছি পৌঁছে তাদের চাওয়া পাওয়া এবং অপূর্ণ আকাক্সক্ষাগুলো জানা। এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কোন কোন ক্ষেত্রে অনিয়ম অস্বচ্ছতা গাফিলতি ও ব্যবস্থাপনাগত শৃংখলার অভাব রয়েছে সেগুলোকে চিহ্নিত করে সেবাখাতগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। স্বচ্ছতা ও নৈতিকতাকে অবশ্যই অন্তরে ধারণ করতে হবে।’
গতকাল সকালে আন্দরকিল্লাস্থ চসিক পুরাতন নগরভবনে গণসাক্ষাতকার গ্রহণ কার্যক্রমের ২য় দিনে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন এ কথাগুলো বলেন।
তিনি বলেন, চসিকের সাথে সাধারণ জনগণের সরাসরি সম্পর্ক গড়ে তোলার জন্যই এই গণসাক্ষাতকারের ব্যবস্থা।
গণসাক্ষাতকারে ২৪ জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে যারা বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথাগুলো জানিয়েছেন সেগুলো তিনি আমলে নিয়েছেন বলে মন্তব্য করে বলেন, অভাব অভিযোগগুলো যাচাই-বাছাই এবং এর সত্যতা খতিয়ে দেখে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, নগরবাসী অন্যান্য প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে আসলেও তা সমাধানের চেষ্টা করবো।
এসময় চসিক সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি