সেন্টমার্টিন থেকে দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ »

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে কর্মরত বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা বঙ্গোপসাগর ছেড়াদ্বীপ উপকুলীয় এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত ৩০ আগস্ট দুপুর ২টার দিকে সেন্টমার্টিনে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা গোপন সংবাদে জানতে পারে বঙ্গোপসাগর সংলগ্ন ছেড়াদ্বীপ উপকুলীয় এলাকা দিয়ে মাদক পাচারে জড়িত কয়েকজন অপরাধী উক্ত এলাকায় অবস্থান নিয়েছে। সেই তথ্য অনুযায়ী দ্বীপে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা উক্ত এলাকায় অভিযান গেলে মাদক পাচারে জড়িত অপরাধীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড তাদের ধাওয়া করে ইয়াবাভর্তি একটি ব্যাগসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। এরপর তাদের হাতে থাকা ব্যাগটি তল্লাশি করে ১৮ হাজার ইয়াবা পাওয়া যায়। আটককৃত ব্যক্তিরা হল টেকনাফ পৌরসভা ৫নম্বর ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মুত আবুল কাসেমের পুত্র মো. সেলিম (৩৭), টেকনাফ সদর ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ড খোনকার পাড়া এলাকার লাল মিয়ার পুত্র মো. জাবেদ (২৯)।

সংবাদের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে.আরিফুল ইসলাম। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা এখনো ইয়াবা পাচারে জড়িত। ইয়াবাসহ আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ীদের ৩১ আগস্ট সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।