সুস্থতার ছাড়পত্রে বাড়ি ফিরলেন আরো দুজন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল থেকে সুস’তা ছাড়পত্রে বাড়ি ফিরলেন আরো দুজন। শনিবার দুপুরে তাদের করোনামুক্ত ঘোষণা করে বাড়ি পাঠানো হয়। তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদ আহমেদ।

তিনি বলেন, দুজন ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। উনাদের কোভিড-১৯ রিপোর্ট দ্বিতীয়বারে নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৭২০ জন। তারমধ্যে সুস’ হয়ে বাড়ি ফিরেছেন ১০২ জন, যা মোট আক্রানেত্মর ১৭ শতাংশ। এছাড়া মৃত্যুবরণ করেছেন ৩২ জন, যা মোট আক্রানেত্মর ৪ শতাংশ। করোনায় আক্তানত্মসহ সন্দেহজনক রোগী ১১৩ জন জেনারেল হাসপাতালে, ২৭ জন বিআইটিআইডি হাসপাতালে এবং ১৮ জন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ভর্তি আছেন। অন্যান্য বাসায় সিভিল সার্জন দপ্তর থেকে ফোনালাপের মাধ্যমে চিকিৎসাধীন আছেন।