সুস্থতার ছাড়পত্রে দুই হাসপাতাল ছাড়লেন ৮ জন

নিজস্ব প্রতিবেদক :
করোনার কোনো উপসর্গ না থাকায় একটি কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডি হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র পেলেন আরও আটজন। দুই হাসপাতালের চিকিৎসক এই তথ্যটি নিশ্চিত করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটের সমন্বয়ক ডা. আবদুর রব বলেন, বুধবার ৬ জন জেনারেল হাসপাতাল থেকে রিলিজ হয়েছেন। তার মধ্যে দুইজন নগরীর বাসিন্দা ও তিনজন চট্টগ্রামের চার উপজেলার বাসিন্দা। নগরীর দুইজন হলেন সাগরিকার ডালি আক্তার (১৯) ও বাকলিয়া তুলাতুলি আবু মিঞা (৬৫)। এছাড়া চকরিয়া উপজেলার ফুলতলার নাসরিন সুলতানা (১৯) ও আনোয়ারা (৫৫), হাটহাজারী উপজেলার আব্দুল মোতালেব (২৮) এবং বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামের রেহানা আক্তার (৩০)।
বিআইটিআইডি হাসপাতালের কনসালটেন্ট ফারজিন আক্তার বলেন, ‘আজকে আমরা দুইজনকে ছাড়পত্র দিয়েছি। তারা দুজনই সীতাকু- উপজেলার বাসিন্দা। তাদের একজনের নাম গোলাম ফারুক (৪৪) এবং অন্যজনের নাম মেহেদী হাসান (৩০)।’
পৃথক দুই হাসপাতালে চিকিৎসক জানান, ছাড়পত্র পাওয়া ৮ জনকে আগামী ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।