সাগরে জাহাজ ডুবি চার জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ৯ নাবিক

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা :
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফভি যানযাবিল নামে একটি মাছধরার জাহাজ ডুবে প্রাণ গেল ৪ জেলের। এ ঘটনায় ৯ জন নাবিক এখনো নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
গতকাল শনিবার ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এফবি যানযাবিল নামে একটি ফিশিং জাহাজ ২৬ জন নাবিকসহ ডুবে যায়।
এ সময় আশপাশের কয়েকটি মাছ ধরার জাহাজ ঘটনাস্থলে এসে ১৩ নাবিককে জীবিত এবং ৪ জনকে মৃত উদ্ধার করে। নিখোঁজ রয়েছেন আরও ৯ জন নাবিক।
কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের একটি ও নৌবাহিনীর দুটি জাহাজ অভিযান চালাচ্ছে।
এফবি যানযাবিল মাছধরার জাহাজের মালিক কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, হঠাৎ ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে যায়। জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জন নাবিক নিয়ে মাছ ধরার জন্য সাগরে গিয়েছিল।